ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায় জানুন বিস্তারিত
ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায় আপনি যদি জানার জন্য আগ্রহী হয়ে থাকেন
তাহলে আজকের এই আর্টিকেলটি শুধু আপনার জন্য ৷ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়
সামাজিক মাধ্যমগুলোর মধ্যে একটি হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ৷ আর এই প্লাটফর্মের
মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও দেখে আমরা বিনোদন নিয়ে থাকি ৷ কিন্তু এই বিনোদনের
পাশাপাশি ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায় সেটি হয়তো আপনারা অনেকেই
জানেন না ৷
প্রিয় বন্ধুরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুক ভিডিও থেকে
কত টাকা আয় করা যায় ৷ এছাড়াও আপনি জানতে পারবেন ফেসবুকে ভিডিও আপলোড করে বা
বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে কিভাবে টাকা আয় করা যায় এবং ফেসবুক এই
ভিডিওগুলির জন্য কেমন বেনিফিট বা টাকা দিয়ে থাকে ৷ এছাড়াও রয়েছে অ্যাড
ব্রেকস কি? ফেসবুকে কিভাবে অ্যাড ব্রেকস পাওয়া যায় । এই পোস্টটি পড়ে
আপনি আরো জানতে পারবেন , ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় , ফেসবুকে 1
মিলিয়ন ভিউতে কত টাকা , 10000 ভিউয়ের জন্য ফেসবুক কত টাকা দেয় , ফেসবুকে কত
ফলোয়ার হলে টাকা পাওয়া যায় , ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে কত টাকা আয় করা যায় এই
সকল বিষয়বস্তু সম্পর্কে আজকের এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে ৷ তাই পুরো
পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায় সেই
সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পোস্টটির সাথেই থাকুন ৷
পেজ সুচিপত্রঃ নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন
- ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায়
- অ্যাড ব্রেকস কি?
- ফেসবুকে কিভাবে অ্যাড ব্রেকস পাওয়া যায়
- যেভাবে ফেসবুক অ্যাড ব্রেকস চালু করবেন
- ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
- ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা?
- ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়?
- ফেসবুকে কত ভিউয়ে কত টাকা?
- ফেসবুক রিলস এ কত ভিউয়ে এ কত টাকা?
- আমাদের শেষ কথা
ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয় করা যায়
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ৷ এছাড়াও এটি একটি বিনোদন
প্ল্যাটফর্মও ৷ শুধুই কি তাই! ফেসবুকের বিভিন্ন ভিডিওর মাধ্যমে যেমন আমরা
বিনোদন পাই তেমনি এই ভিডিওগুলো পাবলিশ করার মাধ্যমে বা আমাদের দেখানোর মাধ্যমে
কনটেন্ট ক্রিয়েটররা টাকা আয় করে ৷
ফেসবুকের এই নানা উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের
যাতে সুযোগ পাচ্ছেন তরুণ - তরুণীরা ৷ বর্তমানে ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশের
মাধ্যমে তৈরি হয়েছে আয়ের নতুন একটি পথ ৷ যাতে বিশ্বের প্রায় ৩২ টি দেশের
ব্যবহারকারীরা ফেসবুকের এই সুবিধাটি পাচ্ছে ৷ এই ভিডিও দেখিয়ে ইনকামের
মাধ্যমটি হচ্ছে অ্যাড ব্রেকস ৷ তাহলে চলুন নিচে ফেসবুক ভিডিও থেকে কত টাকা আয়
করা যায় এবং অ্যাড ব্রেকস কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক ।
অ্যাড ব্রেকস কি?
অ্যাড ব্রেকস কি? অ্যাড ব্রেকস এর অর্থ হচ্ছে বিজ্ঞাপন বিরতি ৷ মনে করুন , আপনি
ফেসবুকে কোন একটি ভিডিও দেখছেন ৷ ভিডিও দেখতে দেখতে মাঝে মধ্যে ১৫ থেকে ১০
সেকেন্ডের একটি বিজ্ঞাপন আপনার সামনে শো করল ৷ অথবা এমনও হয় যে ভিডিও এর নিচে
একটি অ্যাপ ডাউনলোডের বিজ্ঞাপন দেখাচ্ছে ৷ এই অ্যাড ব্রেকস দেখানোর
মাধ্যমে বিজ্ঞাপনদাতার থেকে প্রাপ্ত ফেসবুকের আয়ের ৫৫ ভাগ জমা হবে ভিডিও
প্রকাশকারীর একাউন্টে ৷ বর্তমানে এই সুবিধা টি বাংলা ও ইংরেজি দুটি ভাষায়
প্রকাশিত ভিডিওতেই পাওয়া যাচ্ছে ৷ তাহলে চলুন, অ্যাড ব্রেকস কি?
এবং ফেসবুকে কিভাবে অ্যাড ব্রেকস পাওয়া যায় সেই সম্পর্কে জেনে
নেওয়া যাক ।
ফেসবুকে কিভাবে অ্যাড ব্রেকস পাওয়া যায়
ফেসবুকের এই সুবিধা পেতে প্রথমত আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে ৷ যেখানে
সুন্দর সুন্দর কিছু ভিডিও বা কনটেন্ট পাবলিস্ট করতে হবে ৷ যেখানে থাকতে হবে
১০০০০ এর বেশি ফলোয়ার (লাইক) ৷ সব শেষ ৬০ দিনে এক মিনিট দৈর্ঘ্যের ৩০ হাজার
ভিউ থাকতে হবে এবং ভিডিও এর দৈর্ঘ্য কম করে হলেও তিন মিনিট হতে হবে ৷ তাহলেই
আপনি অ্যাড ব্রেকসের জন্য এপ্লাই করতে পারবেন ৷ জনপ্রিয় কিছু অ্যাড কোম্পানির
মধ্যে একটি হচ্ছেঃ গুগল এডসেন্স ৷
যেভাবে ফেসবুক অ্যাড ব্রেকস চালু করবেন
আপনার ফেসবুক পেজের ভিডিওতে অ্যাড ব্রেকস চালু করতে
www.facebook.com/business/m/join-ad-breaks
ঠিকানায় গিয়ে আপনার পেইজের যোগ্যতা যাচাই করুন ৷ এরপর অ্যাড ব্রেকস চালুর
জন্য আবেদন করুন ৷ সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক ঘন্টার মধ্যে ফেসবুক আপনার
আবেদনের আপডেটটি আপনাকে জানিয়ে দেবে এবং যেভাবে ফেসবুক অ্যাড্রেস চালু
করবেন সেটাও ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে ।
ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়
বর্তমান যুগে কমবেশি সকলেই ফেসবুক পেজের সাথে যুক্ত ৷ এছাড়াও ফেসবুক একটি
কর্মসংস্থানেরও প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ যেখানে বিভিন্ন মাধ্যমে আয় করার
সম্ভব ৷ ফেসবুকে অর্থ উপার্জনের জন্য কনটেন্ট কনটেন্ট ক্রিয়েটররা বা ভিডিও
পাবলিশ কারীরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকেন ৷ যার মধ্যে কয়েকটি নিচে
উল্লেখ করা হলো ৷
ভিডিও আপলোড করার মাধ্যমেঃ
আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা আয় করতে পারেন ৷ আপনি
আপনার আগ্রহ মূলক বিষয়গুলি নিয়ে কনটেন্ট পাবলিশ করতে পারেন ৷
লেখালেখি বা আর্টিকেল রাইটিংঃ
আপনি আপনার ফেসবুক পেইজে লেখালেখি বা আর্টিকেল রাইটিং এর মাধ্যমে আয় করতে
পারেন এই বিষয়ে আপনাকে সুন্দর সুন্দর কনটেন্ট রিসার্চ করে লিখতে হবে ৷ যা
মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এবং মানুষ তা দেখে অনেক কিছু সম্পর্কে জানতে পারবে
৷
অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেঃ
ধরুন আপনি কোন একটি কোম্পানির একটি প্রোডাক্ট এর সেল করে দেবেন যার ২০% লাভ
তারা আপনাকে দিবে ৷ একেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং ৷ আপনি আপনার ভিডিওর মাঝে
এই ধরনের এড গুলো নিজে রেকর্ড করে চালাতে পারেন এতে করে ওই প্রোডাক্টটি সেল হলে
আপনাকে প্রোডাক্টির কোম্পানি ২০% লাভের টাকা দেবে ৷
ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা?
একটি ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার পর ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আয়
হয়ে থাকে ৷ কিন্তু ফেসবুক ভিডিও - ভিউ এর ওপর নির্ভর করে টাকা আয় হয় না ৷
তবুও আনুমানিক বলা যায় ফেসবুকে এক মিলিয়ন ভিউতে কত টাকা আই হতে পারে? যদি
ফেসবুকের ভিডিও গুলো বা কনটেন্টগুলো মানুষের কাছে আই ক্যাচিং বা অ্যাটাকটিভ হয়
তাহলে এক মিলিয়ন ভিউয়ে ১০০০০ টাকা থেকে ৪০০০০ টাকা পর্যন্ত উপার্জন হতে পারে
৷
এছাড়াও আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের মার্কেটিং করে ইনকাম করতে পারেন ৷ যেমন ,
এর মধ্যে একটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ৷
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়?
যদি আপনার ফেসবুক পেজে ১০ হাজার ফলোয়ার থাকে এবং তারা যদি পাঁচটি ভিডিও এবং
সাত দিনের মধ্যে ৬ লাখ মিনিটের ভিউ থাকে তাহলেই আপনি রিলস এড দেওয়ার যোগ্য বলে
ফেসবুকের কাছে বিবেচিত হবেন ৷ এই অ্যাডগুলো দেখানোর মাধ্যমে ফেসবুকের কাছে এড
কোম্পানি থেকে যে বেনিফিট বা টাকা আসবে তার ৫৫% আপনি এবং ৪৫% ফেসবুক পাবে ৷
ফেসবুকে কত ভিউয়ে কত টাকা?
ফেসবুকে কত ভিউয়ে কত টাকা জানতে হলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়গুলি সম্পর্কে
জানতে হবে তা হলোঃ CPM , CPC ও CTR ৷
- CPM মানেঃ এর মাধ্যমে প্রতি হাজার ভিউতে বিজ্ঞাপন দাতারা কত টাকা দেয় সেটা বোঝা যায় ৷
- CPC মানেঃ আপনার কোন ভিডিওর বিজ্ঞাপনে ভিউয়ার ক্লিক করে তখন কত টাকা পাওয়া যায় সেটা বোঝায় ৷
- CTR মানেঃ কত পারসেন্ট মানুষ আপনার ভিডিওতে দেখানো বিজ্ঞাপনে ক্লিক করেছে তা বোঝা যায় ৷
যেমন ,
১০০০ ভিউ এর জন্যঃ
- CPM $1 : $1
- CPC $0.1 : $0.1 (10 জন ক্লিক করলে)
- CTR 10% : $0,1 (100 জন ভিউয়ারের মধ্যে 10 জন ক্লিক করলে)
১০০০০ ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়ঃ
- CPM $1 : $10
- CPC $0.1 : $1 (100 জন ক্লিক করলে)
- CTR 10% : $1 (1000 জন ভিউয়ারের মধ্যে 100 জন ক্লিক করলে)
ফেসবুক রিলস এ কত ভিউয়ে কত টাকা?
প্রতি 100 টা ভিউতে এক ডলার পাওয়া যায় ৷ রিলস বোনাস বা প্রোগ্রাম রিলস
আসার পর থেকে বাড়িতে বসে থাকা বেকার মেয়েরা বা একাধিক বেকার ছেলেদের রিলস
তৈরির সুযোগ করে দিয়েছে ৷ যার ফলে অনেক ছেলে-মেয়েরা রিলস তৈরির মাধ্যমে ইনকাম
করছে ৷ যার মধ্যে রিলস তৈরির মাধ্যমে ইনকামের উন্নত একটি উপায় হল স্প্রে বোনাস
প্রোগ্রাম ৷
এই প্রকল্পে মেয়েদের বা একাধিক ছেলেদের কোন ভিডিওতে যদি 30 দিনে 1000 ভিউ যায়
তাহলে ফেসবুক টাকা দিয়ে থাকে ৷ এক্ষেত্রে ফেসবুক আপনাকে প্রতি 30 দিনের মধ্যে
10$ থেকে 20$ ডলার প্রতি 1000 - 1500 ভিউয়ে দিয়ে থাকে ৷ প্রতি 30 দিন পরপর
ফেসবুক রিলস এর এই পেমেন্টটি ছেড়ে থাকে ৷
আমাদের শেষ কথা
প্রিয় বন্ধুরা উপরে উল্লেখিত আলোচনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে ফেসবুক
ভিডিও এর মাধ্যমে কত টাকা আয় করা যায় ৷ এছাড়াও আপনি জানতে পেরেছেন কিভাবে
ফেসবুক ভিডিও দেখানোর থ্রুতে এড দেখানোর মাধ্যমে ইনকাম করা যায় , 1000 ভিউ এর
জন্য ফেসবুক কত টাকা দেয়, 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয় সে সম্পর্কে
৷ ফেসবুক থেকে আয়ের জন্য সর্বপ্রথম আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে এবং আপনি
কোন টপিক গুলোর উপর ভিডিও তৈরি করবেন বা কনটেন্ট টাইপিং করবেন তা আপনাকে
নির্বাচন করতে হবে ৷
প্রিয় বন্ধুরা পোস্টটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে অনুরোধ রইলো এটি আপনাদের
বন্ধুদের সঙ্গে ফেসবুকে বা মেসেঞ্জারে শেয়ার করবেন ৷ এছাড়া আজকের এই ফেসবুক
ভিডিও থেকে কত টাকা আয় করা যায় এই আর্টিকেলটি পড়ে যদি আপনি পোস্টে কোন মন্তব্য
করতে চান তাহলে নিচে মন্তব্য বক্সে কমেন্ট করে জানাতে পারেন ৷ আর এই ধরনের
তথ্যমূলক অনলাইন ইনকাম রিলেটেড পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে
পারেন , ধন্যবাদ ৷
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url