তাজমহল তৈরি করতে কত শ্রমিক লেগেছিল? তাজমহল কে নির্মাণ করেন?
পৃথিবীর কিছু বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হচ্ছে তাজমহল ৷ আগ্রার
তাজমহল কে নির্মাণ করেন এবং তাজমহল তৈরি করতে কত শ্রমিক লেগেছিল সে সম্পর্কে কি
আপনি জানতে চাচ্ছেন ৷ তাহলে আমি বলব আপনি সঠিক জায়গাতেই এসেছেন ৷ দর্শনীয় স্থান
সম্পর্কে আমাদের জানার আগ্রহের কোন শেষ নেই ৷ সেই আগ্রহের চাহিদার বিষয়টিকে
মাথায় রেখে আমরা আজকে পৃথিবীর সপ্তম আশ্চর্য নামে খ্যাত আগ্রার তাজমহল সম্পর্কে
জানাতে চলেছি ৷
আজকের আর্টিকেলের মাধ্যমে আগ্রার তাজমহল কে নির্মাণ করেন এবং তাজমহল তৈরি করতে কত
শ্রমিক লেগেছিল এর বিষয়বস্তু বাদেও আরো যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন
সেগুলো হলো তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে , তাজমহল কোথায় অবস্থিত এবং এটিকে
নির্মাণ করেন , তাজমহল কোন নদীর তীরে অবস্থিত ৷ এছাড়াও তাজমহল তৈরি করতে কত বছর
সময় লেগেছিল , তাজমহল ভারতের কোথায় , অবস্থিত তাজমহল কেন বিখ্যাত , তাজমহল তৈরি
করতে কত টাকা লেগেছিল ৷ সুতরাং, পৃথিবীর বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি
আগ্রার তাজমহল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আর্টিকেলের শেষ পর্যন্ত থাকুন ৷
পেজ সূচিপত্রঃ নিচের যে অংশ থেকে পড়তে চান, ক্লিক করুন
তাজমহল তৈরি করতে কত শ্রমিক লেগেছিল
মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি হলো আগ্রার তাজমহল ৷ সম্রাট শাহজাহানের
নির্দেশে তার প্রয়াত স্ত্রী মমতাজের স্মৃতিতে নির্মিত হয় এই সৌধ ৷ তাজমহল তৈরি
করতে কত শ্রমিক লেগেছিল? 1632 সালের দিকে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় ৷ প্রায়
1638 - 1639 সালের মধ্যে তাজমহলের নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য ভারত, পারস্য ,
অটোমান সাম্রাজ্য এবং ইউরোপ থেকে 22000 এরও বেশি শ্রমিক নিয়োগ করা হয়েছিল ৷
এছাড়াও ধারণা করা হয় যে, প্রায় এক হাজার হাতির সাহায্যে তাজমহল তৈরি হয়েছিল ৷
তাই বলা হয়ে থাকে 22,000 মানুষ এবং 1,000 হাতির হাত দিয়ে 22 বছর সময় লেগেছে
সাদা মার্বেলের তাজমহল নির্মাণে। তাহলে চলুন নিচে তাজমহল তৈরি করতে কত শ্রমিক লেগেছিল সে সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক ।
তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে
বিশ্বের সবচেয়ে আইকনিক কাঠামো গুলোর মধ্যে একটি হলো আগ্রার তাজমহল ৷ তাজমহল কোন
শিলা দিয়ে তৈরি হয়েছে? তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি যা আজকাল বিশেষ সেরা
মার্বেল হিসেবে পরিচিত ৷ ভূতত্ত্বে মার্বেল শব্দটি রূপান্তরিত চুনাপাথরকে বোঝায়
৷ মার্বেল সাধারণত ভাস্কর্যের জন্য এবং একটি ভবন তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়
৷ এছাড়াও তাজমহলের অবকাঠামো নির্মাণে সেগুন কাঠের ব্যবহার করা হয় ৷
তাজমহল কোথায় অবস্থিত এবং এটি কে নির্মাণ করেন?
তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল ভারতের রাজ্য উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত ৷
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী আগ্রার তিনটি স্থান রয়েছে, শহরের তাজমহল এবং আগ্রা
ফোর্ট এবং ৪০ কিমি দূরে অবস্থিত ফতেহপুর সিক্রি ৷ তাজমহল কে নির্মাণ করে?
ঐতিহাসিক মুঘল সাম্রাজ্যের বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পর পঞ্চম মুঘল
সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী বেগম মুমতাজ এর স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব
সৌধটি নির্মাণ করেন ৷
সম্রাট শাহজাহান (জন্ম 5 জানুয়ারী, 1592, লাহোর [বর্তমানে পাকিস্তানে] - মৃত্যু
22 জানুয়ারী, 1666, আগ্রা [বর্তমানে ভারতে]) ৷ শাহজাহান ছিলেন মুঘল সম্রাট
জাহাঙ্গীর এবং রাজপুত রাজকন্যা মনমতির তৃতীয় পুত্র। মুঘল সম্রাট জাহাঙ্গীরের
পুত্র হলেন আ’লা আজাদ আবুল মুজাফর শাহাব উদ-দিন মহম্মদ শাহ জাহান, যিনি
পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হন।
1612 খ্রিস্টাব্দে শাহজাহান এবং মুমতাজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ৷ তৃতীয় স্ত্রী
মুমতাজকে খুবই ভালোবাসতেন শাহজাহান ৷ ধারণা করা হয়, শাহজাহানের 14 তম সন্তান
জন্ম দিতে গিয়ে শারীরিক দুর্বলতার জন্য মাত্র 39 বছর বয়সে মুমতাজ মারা যায় ৷
তখনই স্ত্রীর স্মৃতিতে এক অনন্য সমাধি স্থাপনের সিদ্ধান্ত নেন শাহজাহান ৷
পিতা জাহাঙ্গিরের মৃত্যুর পর 1628 সালে উত্তরাধিকার সূত্রে মুঘল সাম্রাজ্যের
সিংহাসনে বসেছিলেন শাহজাহান ৷ কিন্তু 1657 সালে সম্রাট শাহজাহান শারীরিকভাবে
অসুস্থ হয়ে পড়লে তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দী করে ফেলে ৷ বন্দী অবস্থাতেই
মৃত্যুবরণ করেন সম্রাট শাহজাহান ৷ মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা হিসেবে সম্রাট
শাহজাহান চেয়েছিলেন যে, তার মৃত্যুর পর যেন তাকে মমতাজের পাশেই সমাহিত করা হয় ৷
তাজমহল কোন নদীর তীরে অবস্থিত
মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজের স্মরণে তৈরি করেছিলেন তাজমহল ৷
তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত ৷ এটি ভারতের রাজ্য উত্তর প্রদেশের আগ্রায়
অবস্থিত ৷ তাজমহলের প্রধান সমাধিটি প্রায় 240 ফুট লম্বা এবং 200 ফুট চওড়া,
চারটি মিনার রয়েছে যার উচ্চতা 240 ফুট পর্যন্ত পৌঁছেছে ৷ প্রায় 42 একর এলাকা
জুড়ে রয়েছে তাজমহলের মাঠ ৷
তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল
বিখ্যাত স্থপতি ওস্তাদ আমির লহরি তাজমহল তৈরির কাজ শুরু করেছিলেন ৷ আগ্রার
তাজমহলের নির্মাণ কাজ সম্পন্ন হয় 1653 সালে ৷ আগ্রার তাজমহলের নির্মাণ কাজ শুরু
হয় 1632 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 1653 সালে ৷ ভিত্তি এবং সমাধি নির্মাণ
করতে সময় লেগেছিল প্রায় ১২ বছর ৷ পুরো এলাকার বাকি অংশগুলো নির্মাণ করতে সময়
লেগেছিল আরো 10 বছর ৷ তাজমহল তৈরি করতে মোট সময় লেগেছিল ২২ বছর
(1632খ্রিঃ-1653খ্রিঃ)। বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনগুলির মধ্যে একটি হিসাবে
বিবেচনা করা হয় তাজমহলকে।
তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন?
তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন? তাজমহলের প্রধান শিল্পী ছিলেন ওস্তাদ ইশা
শিরাজী ৷ তাজমহলের প্রধান শিল্পী হিসেবে ওস্তাদ ইশা শিরাজীকে বর্ণনা করা হয় ৷
ওস্তাদ ইশা শিরাজী ছিলেন একজন স্থপতি যার পূর্বপুরুষেরা বহু আগে থেকেই ভারতীয়
উপমহাদেশে বসতি স্থাপন করেছিল ৷ অনেকেই ওস্তাদ ইশা শিরাজীকে তাজমহলের সহকারী
স্থপতি হিসেবেও বর্ণনা করেন ৷তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল
তাজমহল বানাতে কত টাকা খরচ হয়েছিল
স্ত্রী বেগম মুমতাজের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে 1632 খ্রিষ্টাব্দে তাজমহল তৈরি
শুরু করেন মুঘল সম্রাট শাহজাহান। 1653 শেষ হয় তাজমহল বানানোর কাজ ৷ যদিও ছোটখাটো
কাজগুলো সম্পন্ন করতে আরো 2 থেকে 3 বছর সময় লেগে যায় ৷ ধারণা করা হয় যে,
তৎকালীন সময়ে তাজমহল তৈরি করতে খরচ হয়েছিল 3 কোটি 20 লক্ষ ইন্ডিয়ান রুপি ৷
ইউনেস্কো কত সালে তাজমহলকে স্বীকৃতি দেয়?
১৯৮৩ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তাজমহলকে তালিকাভুক্ত করা
হয় ৷
শেষ কথা
প্রিয় বন্ধুগণ আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে তাজমহল তৈরি করতে কত শ্রমিক
লেগেছিল এবং তাজমহল কে তৈরি করেছিলেন সে সম্পর্কে জানতে পেরেছি ৷ পাশাপাশি
পৃথিবীর সপ্তম আশ্চর্য নামে খ্যাত তাজমহল সম্পর্কে আপনাদের যে কনফিউশন ছিল আশা
করছি সেটি আর নেই ৷ আজকের এই আর্টিকেলটি পড়ে আপনাদের কেমন লাগলো এবং আপনারা
তাজমহল সম্পর্কে কি কি জানতে পারলেন সেটি আমাদের মন্তব্য বক্সে জানাতে ভুলবেন না
৷ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ৷ যাতে করে তারাও তাজমহল তৈরি করতে কত শ্রমিক লেগেছিল সেই সম্পর্কে সঠিক তথ্য পেতে পারে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url